বিদেশে পালানো দুর্নীতিবাজদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: শফিকুল আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

যারা হত্যা ও দুর্নীতির অভিযোগে বিদেশে পালিয়ে আছেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, পলাতক এমপি ও মন্ত্রীদের ছাড় দেওয়া হবে না। যারা বিদেশে আছেন, তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, শ্রমবাজার সম্প্রসারণ, এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

তিনি জানান, সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে ভিসা সহজীকরণ, জ্বালানি আমদানি এবং অন্যান্য সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসবে।

এছাড়া ড. ইউনূস কাতারে আল-জাজিরার প্রধান কার্যালয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেবেন। সফরের অংশ হিসেবে রোহিঙ্গা সংকট নিয়েও একটি আড়াই ঘণ্টার সেশন অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন নোবেল বিজয়ী ড. ইউনূস নিজেও।

Nagad

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমিরের আমন্ত্রণে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতার যাচ্ছেন অধ্যাপক ইউনূস। তিনি দোহায় আয়োজিত ‘আর্থ সামিট–২০২৫’-এ অংশ নেবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করবেন।