রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: আদালতে শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

“রাজাকাররা এখন ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়”—আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে এমন মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযোদ্ধা শাজাহান খান। সোমবার (২১ এপ্রিল) সকালে শাহবাগে জুট ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি এই বক্তব্য দেন।

এ সময় শাজাহান খান বলেন, তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়েই সব বলাতে চাও। এরপর তিনি বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।” একই সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট চানখারপুল এলাকায় আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। সেদিন সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার সূত্র ধরেই সোমবার আদালতে শাজাহান খানের হাজিরা হয়। উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর গভীর রাতে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এরপর একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে।

এদিকে, রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাজাহান খানের বিরুদ্ধে। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।” তিনি দাবি করেন, ওই দুই পুলিশ সদস্যের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে।

Nagad