রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি, আশাবাদ ট্রাম্পের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ হতে পারে—এমন আশার কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সপ্তাহেই দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হতে পারে। তবে তিনি উল্লেখ করেননি, চুক্তিটি কেমন শর্তে বা কোন প্রেক্ষিতে হতে পারে।

শনিবার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “যুদ্ধ শেষ হলে রাশিয়া ও ইউক্রেন উভয়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করে প্রচুর অর্থ আয় করবে এবং সমৃদ্ধশালী হবে।”

ট্রাম্প আরও বলেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসতে উৎসাহিত করতে হবে।

এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, ইস্টার উপলক্ষে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি পালন করা হবে। তবে ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও রাশিয়া ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া অন্তত দুই হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি আরও প্রস্তাব দেন, অন্তত ৩০ দিনের জন্য ইউক্রেনের বেসামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক এবং প্রয়োজনে এ মেয়াদ বাড়ানো যেতে পারে।

Nagad

জেলেনস্কির মতে, রাশিয়া যদি এই প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে তা যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেই বিবেচিত হবে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেন হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, ইউক্রেন ড্রোন ও কামান হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হতাহত করেছে।

পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কূটনৈতিক মহলে ট্রাম্পের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়—আসন্ন সপ্তাহেই কী সত্যিই শান্তির কোনো সমাধান আসে কিনা।