বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে আল মাহমুদ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির বাবা রাসেল জমি থেকে মাড়াই করা ধান বস্তাবন্দি করে ঠেলাগাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ছোট্ট আল মাহমুদও তার সঙ্গে ছিল। পথিমধ্যে হঠাৎ করে ঠেলাগাড়িটি উল্টে গেলে ধানের ভারী বস্তার নিচে চাপা পড়ে যায় সে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। সেখানে রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা-বাবা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীদের কেউই এই মর্মান্তিক দুর্ঘটনাকে মেনে নিতে পারছেন না। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।