বাংলাদেশকে গুঁড়িয়ে হেসেখেলে ব্যাটিং করলো জিম্বাবুয়ে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সিলেটের ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টেস্ট সিরিজের শুরুটা বাজেভাবেই করল বাংলাদেশ। মাত্র ৬১ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে সফরকারী জিম্বাবুয়ে।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, প্রতিপক্ষ জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়ার চেয়েও আলাদা কিছু ভাবেন না। মাঠে নামতেই হয়তো কথাটাকে সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশ—তবে ভুল পথে! কারণ, ২০০১ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে দুইশ রানের নিচে অল-আউট হলো টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। দলীয় ৩১ রানে ওপেনার সাদমান ইসলাম (১২) এবং মাহমুদুল হাসান জয় (১৪) সাজঘরে ফেরেন ভিক্টর নিয়াউচির শিকার হয়ে। তিনে নেমে মুমিনুল হক ১০৫ বলে লড়াকু ৫৬ রান করলেও আর কেউ তেমন জ্বলে উঠতে পারেননি।

অধিনায়ক শান্ত ৪০ রানে থামেন, মুশফিকুর রহিম (৪), মেহেদী হাসান মিরাজ (১), তাইজুল ইসলাম (৩) ব্যর্থ হন। উইকেটকিপার জাকের আলী ২৮ রান করে ইনিংসের তৃতীয় সর্বোচ্চ স্কোর করেন। শেষ পর্যন্ত ওয়েসলি মাধভেরের বলে জাকের ও নাহিদ রানা আউট হলে ১৯১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ৩টি করে, ভিক্টর নিয়াউচি ও ওয়েসলি মাধভেরে ২টি করে উইকেট নেন।

উত্তরে শুরু থেকেই আক্রমণাত্মক জিম্বাবুয়ে। দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করে তারা বাংলাদেশের চেয়ে ১২৪ রানে পিছিয়ে আছে। ওপেনার ব্রায়ান বেনেট ৩৭ বলে ৪০ এবং বেন কারেন ১৭ রানে অপরাজিত রয়েছেন।

Nagad