তিন জাতীয় নির্বাচনে জড়িতদের বিচারের দাবি এনসিপির
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোয় রূপান্তর করেছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে নির্বাচন কমিশনেরও সম্পৃক্ততা ছিল। তাই বিগত তিন নির্বাচনে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।


তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন অনেক মানুষ। কমিশনের সহায়তায় জালিয়াতির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
এনসিপির এই নেতা জানান, ‘মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান, ৪৮ ঘণ্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেশন দেওয়া, প্রার্থীদের হলফনামা তদন্ত করে তার সত্যতা নিরূপণ করা, নির্বাচনি সহিংসতা রোধে আচরণবিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা, ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা, হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো, রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তা মনিটরিং করার কথা তারা তুলে ধরা হয়েছে।’
এগুলো বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া ও ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না বলেও জানান এ মুখ্য সমন্বয়ক। পাটোয়ারী জানান, এ ছাড়া অনেক দলের অফিস নেই অথচ নিবন্ধন দেওয়া হয়েছে। তাই প্রত্যেকটা দলকে নতুন করে নবায়ন করা এবং সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করতে তাগিদ দিয়েছি।