বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা সম্পন্ন

“নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”-এই স্লোগানে বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী বর্ষবরণ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে বানারীপাড়া হাইস্কুল মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে হাইস্কুল মাঠে তিন দিনব্যাপী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) মেলার শেষ দিনে র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। সন্ধ্যাদীপ একাডেমির পরিচালক ও সাংবাদিক জাকির হোসেন এবং ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, ওসি মো. মোস্তফা, ওসি (তদন্ত) শতদল মজুমদার, জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাহমুদ মাহবুব, সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বারথী দেউরি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম, যুবদল আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচিব মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ও সাংবাদিক সাইদুল ইসলাম প্রমুখ।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে পারফর্ম করেন। শেষে র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে ফ্রিজ, ডিপফ্রিজ, গুগল স্মার্ট টিভিসহ ৩০টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

Nagad