প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। সংগৃহীত ছবি

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সুফিউর রহমান বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করবেন। এজন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছে।

এই দায়িত্ব পালনের সময় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুফিউর রহমান ১৯৯১ সালের জানুয়ারিতে সরকারি চাকরিতে যোগ দেন। অবসরের আগে তিনি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া ও মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।