নসরুল হামিদের ফ্ল্যাট, গাড়ি ও অর্থ জব্দের নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

নসরুল হামিদ। সংগৃহীত ছবি

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফ্ল্যাট, গাড়ি ও অর্থ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এ বিষয়ে ফ্ল্যাট, গাড়ি ও নগদ অর্থ ক্রোক এবং ফ্রিজ করার আবেদন করেন।

দুদকের আবেদনে জানানো হয়, নসরুল হামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তার এসব সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

আদালতের নির্দেশনায় বলা হয়, রাজধানীর পরিবাগের ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনের একটি ফ্ল্যাট এবং বনানীর পিপি টাওয়ারের তিনটি অ্যাপার্টমেন্ট ক্রোক করা হবে। এসব সম্পদের মোট মূল্য প্রায় ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা।

Nagad