কারিগরি শিক্ষার্থীদের হুঁশিয়ারি: দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি মেনে না নিলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এক মহাসমাবেশে এ হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান। তিনি বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দফা দাবি মেনে নেওয়া না হলে আমরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাব।”


সমাবেশে আরও বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি হাবিবুর রহমান। তিনি বলেন, “আমরা এসি রুমের আলোচনা বর্জন করেছি। দাবি আদায়ে এবার আর মৌখিক আশ্বাসে বিশ্বাস নেই। প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবো।”
তিনি আরও জানান, “কারিগরি শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর হলেই আমরা ক্লাসে ফিরে যাব। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে, আন্দোলন চলবে।”
এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর বিক্ষোভ মিছিল বের হয়, যা পরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে মহাসমাবেশে মিলিত হয়।
সমাবেশস্থলে শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবি-দাওয়াসংবলিত প্ল্যাকার্ড। স্লোগানে মুখরিত হয় এলাকা—“আমি কে, তুমি কে—ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “এক হও, এক হও—পলিটেকনিক এক হও”—এসব শ্লোগান ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে।