সাইফুল বারীর কথায় শফি মন্ডলের কণ্ঠে ‘অন্তরকাবা’

বিনোদন প্রতিবেদক:বিনোদন প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

বাংলা লোকগানের ভাণ্ডারে যুক্ত হলো নতুন এক আবেগঘন গান — ‘অন্তরকাবা’। হৃদয়ের ব্যথা, ভালোবাসা আর বিরহের গল্প তুলে ধরা এই গানটির কথা লিখেছেন গীতিকবি সাইফুল বারী, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাফিজ বাউলা। আর কণ্ঠ দিয়েছেন লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী শফি মন্ডল।

গানটি সম্প্রতি সুর বাংলা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

গানটি প্রসঙ্গে গীতিকবি সাইফুল বারী বলেন, অন্তরকাবা আমার মনের খুব কাছের লেখা। মানুষের মনের ব্যথা, ভালোবাসা, বিরহ—সবকিছুরই এক সরল, সহজ প্রকাশ এই গান। শফি মন্ডলের দরদি কণ্ঠ আর হাফিজ বাউলার সুরে গানটি সত্যিই আলাদা মাত্রা পেয়েছে। আমি কৃতজ্ঞ।

সুরকার হাফিজ বাউলা বলেন, গানের কথা যখন প্রথম শুনি, তখনই হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সুর করার সময় চেষ্টা করেছি সেই ব্যথা এবং প্রেমের গভীরতাকে সুরের মাধ্যমে ফুটিয়ে তুলতে। আশা করি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

লোকগানের দরদি কণ্ঠশিল্পী শফি মন্ডল বলেন, লোকগানের আবেগ, মানুষের হৃদয়ের কান্না এই গানে রয়েছে। গাইতে গাইতে আমি নিজেও অনেকবার আবেগে ভেসে গিয়েছি। সাইফুল বারীর অসাধারণ কথামালা আর হাফিজ বাউলার মন ছুঁয়ে যাওয়া সুরে গানটি নিঃসন্দেহে সবার ভালো লাগবে।

Nagad