ইস্টার উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১৯ এপ্রিল) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই যুদ্ধবিরতি সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে রুশ সেনারা ইউক্রেনে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে।

ক্রেমলিন আরও জানায়, তারা আশা করছে ইউক্রেনও এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টার উপলক্ষে হামলা বন্ধ রাখবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন স্পষ্ট করে জানিয়েছেন—এই সময়ের মধ্যে রুশ সেনাদের সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন বা উসকানি দেয়, তাহলে জবাব দেওয়ার জন্য রুশ বাহিনী প্রস্তুত থাকবে।

এক বিবৃতিতে পুতিন বলেন, মানবিক দিক বিবেচনায় রাশিয়া আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমি নির্দেশ দিয়েছি, এই সময়টায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে যদি কেউ এই বিরতি ভঙ্গ করে, তাহলে আমাদের সেনারা প্রতিরোধ গড়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত।

Nagad

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের নির্দেশ দেন পুতিন। প্রথম দিকে রাজধানী কিয়েভ দখল করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার উৎখাত করাই ছিল রাশিয়ার লক্ষ্য, কিন্তু সে পরিকল্পনায় ব্যর্থ হয় রুশ সেনারা। পরবর্তীতে তারা লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের দিকে মনোযোগ দেয়। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রুশ বাহিনী বর্তমানে ওই দুই অঞ্চলের প্রায় পুরো এলাকা দখল করে ফেলেছে।