অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল, সেক্রেটারি রাশেদ মামুন
টেলিভিশন নাটকের শিল্পীদের বৃহত্তম সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা আজাদ আবুল কালাম, আর সাধারণ সম্পাদক হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪০ জন প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সঙ্গে কমিশনার ছিলেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে দায়িত্বে ছিলেন তিন বরেণ্য শিল্পী—মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।
সভাপতি পদে আজাদ আবুল কালামের প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেতা আব্দুল্লাহ রানা। সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপুর বিপরীতে লড়েছেন শাহেদ শরীফ খান।
নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। নতুন নেতৃত্বের কাছে অভিনয়শিল্পীদের প্রত্যাশা, তারা শিল্পীদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।