ট্রাম্প-শি-মোদী এসে কিছু করে দেবে না, আমাদেরই করতে হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং বা ভারতের নরেন্দ্র মোদী এসে ধাক্কা দিয়ে আমাদের কিছু করে দেবে না। আমাদের যা করার, নিজেদেরই করতে হবে।”
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে আয়োজিত ‘রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম-এর দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি, তেমনি ২০২৪ সালে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনার পর সবাই আবার এক হয়েছি। গণ-অভ্যুত্থানে সবাই যেভাবে এক হয়েছিল, সেভাবেই আজও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি, এখন তা দাঁড়িয়েছে ১৮ কোটিতে। সেই সময় খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই অর্জনের পেছনে অবদান রয়েছে দেশের কৃষক ও কৃষি বিজ্ঞানীদের, যাদের কাজ আমরা যথাযথভাবে স্বীকৃতি দিই না।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এই শুল্ক বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। দ্রুত এর সমাধান না হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
গ্রামীণ জনগোষ্ঠী ও নিম্নআয়ের মানুষদের অবদান প্রসঙ্গে তিনি বলেন, যে কৃষক দিনরাত মাঠে কাজ করেন, যে নারী মাত্র ১৫ হাজার টাকায় পোশাক কারখানায় কাজ করেন, তারাই দেশের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। এদের কথা না ভাবলে উন্নয়ন সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, সমস্যা থাকবেই, সমাধানও আসবে। ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই, আশা করি তিনি সফল হবেন। আমাদের নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ (ভার্চুয়ালি), যুক্তরাষ্ট্রের রোজান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ড. এ এস রশিদুজ্জামান, পররাষ্ট্র সচিব জসীমউদ্দীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল হান্নান চৌধুরী, ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. সালেহ শাহরিয়ার, সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, অর্থনীতিবিদ ড. রাশেদ তিতুমীর, ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী এবং রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের কন্যা সাবিনা ইসলাম প্রমুখ।