ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য সুখবর: ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস স্পিড

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে মাসে ৫০০ টাকায় গ্রাহকরা ন্যূনতম ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে আয়োজিত এক বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকেই ১০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সেবা কার্যকর হচ্ছে। ভবিষ্যতে এটিকে ২০ এমবিপিএসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, যেসব ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ও অবকাঠামো গড়ে তুলেছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।

Nagad