ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, “আমরা চেষ্টা করছি যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হয়। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য আমাদের পুলিশ সদস্যদের থাকার ও খাওয়ার পরিবেশ কেমন, তা সরেজমিনে দেখা। কারণ, তাদের কাছ থেকে সর্বোচ্চ কাজ আদায় করতে হলে এসব বিষয়েও আমাদের নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, “নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার কথা বিবেচনায় রেখে একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বদলি হওয়ার পরও যারা কর্মস্থলে যোগ দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে প্রমাণ মিললে সরকার ব্যবস্থা নেবে। আপনারা (সাংবাদিকরা) তালিকা দিলে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব।

সম্প্রতি আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগের মিছিল বা তাদের দোসরদের কর্মকাণ্ডে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যদি এগুলো যথাযথভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

Nagad