সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।


আবহাওয়ার সংক্ষিপ্ত বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।