সাকিব কি কখনো ‘সরি’ বলেছেন? প্রশ্ন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রশ্ন রেখে বলেন, সাকিব আল হাসানের মতো একজন আইকন কীভাবে আওয়ামী লীগের মতো একটি ‘অপকর্মে জড়িত’ দলে যোগ দেন? তিনি বলেন, আওয়ামী লীগ একটি বাজে দল, যারা ব্যাংক লুট, গুম, খুনসহ নানা অপরাধে জড়িত। এমন একটি দলে সাকিবের যোগদান দুঃখজনক।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


শফিকুল বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে মাগুরায় আন্দোলনের সময় ৩-৪ জন তরুণকে হত্যা করা হয়। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি জানতেন না? কখনো কি তিনি বলেছেন, ‘আমি দুঃখিত’? আমার এলাকায় মানুষ নিহত হয়েছে, আমি নিন্দা জানাই—এমন কোনো কথা কি তিনি বলেছেন?
তিনি আরও বলেন, আমি নিজে ২০২৪ সালের নির্বাচনের সময় মাগুরা-১ আসন কাভার করতে এসেছিলাম। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আগেই বোঝা গিয়েছিল কে জিতবে। এমন সাজানো নির্বাচন আগেও হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাগুরায় কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি।
মেডিকেল কলেজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।