যুক্তরাষ্ট্রে গণহারে শিক্ষার্থী ভিসা বাতিল: ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও
যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা হঠাৎ করে বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী ভারতীয় শিক্ষার্থী হলেও এ তালিকায় রয়েছেন বাংলাদেশি, চীনা, নেপালি এবং দক্ষিণ কোরীয় শিক্ষার্থীরাও।
আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ) এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ভারতীয়, ১৪ শতাংশ চীনা, আর বাকি শিক্ষার্থীরা বাংলাদেশ, নেপাল ও দক্ষিণ কোরিয়ার নাগরিক।


এই ভিসা বাতিলের কাজ করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিভাগ। গত চার মাস ধরে তারা বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। অভিযোগ উঠেছে, পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ফলে অনেক নিরীহ শিক্ষার্থী ভুলভাবে শনাক্ত হচ্ছেন। ভিসা বাতিল হওয়া অনেক শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অপরাধ বা নিয়মভঙ্গের প্রমাণ নেই।
যুক্তরাষ্ট্রের নীতি-পরিবর্তনের আরেকটি দিক হলো সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ। গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তারা ‘ধরা এবং বাতিল’ নীতির আওতায় শিক্ষার্থীদের অনলাইন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন— বিশেষ করে ইহুদিবিদ্বেষী পোস্ট বা ফিলিস্তিনপন্থী অবস্থানের বিষয়গুলো।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাতিল হওয়া ৩৭২টি ভিসার মধ্যে অর্ধেকই ছিল এফ-১ ক্যাটাগরির, যা শিক্ষার্থীদের ১২ মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ দিত। এখন এসব শিক্ষার্থী কাজের অধিকার হারিয়ে পড়েছেন অনিশ্চয়তার মুখে।
ভিসা বাতিলের ঘটনাগুলো টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। সূত্র: এনডিটিভি