এবার ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
আগামী ২৭ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তিনি জানান, ঢাকা সফরের সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে।


এই সফরে দুটি দেশের মধ্যে চলমান সমঝোতা স্মারক বিষয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফরকে কেন্দ্র করে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যাতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় একত্রে বসে কাজ করে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে পারে।
এটি পাকিস্তানি মন্ত্রীর ঢাকায় প্রথম সফর ২০১২ সালের পর, এবং পরবর্তী ১৩ বছরে কোনো পাকিস্তানি মন্ত্রী ঢাকা সফর করেননি।