আবারও আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘ আড়াই বছর পর আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। ঘোষণা এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক নিজেই। তিনি লেখেন, “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এটি সময়ের সবচেয়ে প্রতীক্ষিত বিনোদন।”

সঙ্গে তিনি নতুন সিজনের একটি আকর্ষণীয় পোস্টারও শেয়ার করেন, যাতে লেখা রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

ঘোষণার পরপরই পোস্টের কমেন্ট বক্সে দর্শকরা জানতে চান, নতুন সিজনের প্রচার ঠিক কবে থেকে শুরু হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো দিনক্ষণ জানাননি পরিচালক।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে। ধারাবাহিকটির বিভিন্ন সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা ও আশুতোষ সুজন প্রমুখ।

Nagad