রাজধানীতে ফের চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এক তরুণীর কাছ থেকে চাপাতি দেখিয়ে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় করে এক তরুণ ও তরুণী গলির মুখে এসে দাঁড়ান। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় হেলমেট, অপর দুজনের মধ্যে একজনের পরনে কালো শার্ট, অন্যজনের পরনে সাদা টি-শার্ট ছিল।

সাদা টি-শার্ট পরা ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করেন এবং তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। একই সময়ে কালো শার্ট পরা ব্যক্তি তরুণীর গলা থেকে সোনার চেইন ও একটি কালো ব্যাগ ছিনিয়ে নেয়। মোটরসাইকেলের চালক গলির পাশে একটি বাসার দিকে চলে যান।

কিছুক্ষণ পর তিনজন একসঙ্গে এসে মোটরসাইকেলে ওঠে। তরুণীর সঙ্গে থাকা তরুণটি তাদের পিছু নিয়ে কালো ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে দেয় ছিনতাইকারীরা। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার কিছুক্ষণ পর এক নিরাপত্তারক্ষী লাঠি হাতে ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Nagad