নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়াতে ইসিকে এনসিপির চিঠি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসি সচিবের দপ্তরে একটি লিখিত চিঠি জমা দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, নিবন্ধনের সময় বাড়ানোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে রোববার (২০ এপ্রিল) দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক করবে।

সিইসির একান্ত সচিব আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত থাকলেও, পরে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

চিঠিতে বলা হয়, ‘ঐতিহাসিক ২৪-গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় এনসিপি গঠিত হয়েছে। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন গঠন করলেও এখনো মৌলিক সংস্কার বাস্তবায়ন হয়নি।’

তারা অভিযোগ করে, সংস্কার না করেই হঠাৎ রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে।

এনসিপির দাবি, ২০০৮ সালের দল নিবন্ধন বিধিমালাগুলো অযৌক্তিক ও রাজনৈতিক বহুত্ববাদ বিরোধী। তারা জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় স্থাপন সংক্রান্ত শর্ত সহজীকরণ এবং নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতা তুলে ধরেন।

Nagad

চিঠিতে আরও বলা হয়, মৌলিক সংস্কার বাস্তবায়নের পরই নতুন দল নিবন্ধনের কার্যক্রম শুরু করা উচিত। একই সঙ্গে সময়সীমা কমপক্ষে ৯০ দিন বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।