রোহিঙ্গাদের সহায়তায় সুইডেন দিচ্ছে ১ কোটি ২৭ লাখ ডলার
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগণের সহায়তায় ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫৫ কোটি ৪০ লাখ টাকা) মানবিক সহায়তা দিচ্ছে সুইডেন। এই অর্থ দেশের আটটি অংশীদার সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহায়তার মাধ্যমে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। একইসঙ্গে স্থানীয় এনজিওগুলোকে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করা হবে।
সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, “রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশে মানবিক চাহিদা পূরণে সুইডেন দৃঢ়ভাবে পাশে আছে, যেমনটা আমরা গত সাত বছর ধরে করে আসছি। চলতি বছর আমরা গত বছরের তুলনায় প্রাথমিক বরাদ্দ বাড়াচ্ছি, কারণ কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে মানবিক চাহিদা দিন দিন বাড়ছে।”
এই তহবিল ব্যবহৃত হবে—ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির মাধ্যমে।
সহায়তা খাতের মধ্যে রয়েছে:খাদ্য সহায়তা ও পুষ্টি, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও স্যানিটেশন।
এছাড়া, জরুরি সাড়াদান সক্ষমতা বৃদ্ধিতে স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর অংশীদার ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকেও সহায়তা দেওয়া হবে।
প্রসঙ্গত, সুইডেন বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক দাতা দেশ। ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপিএ এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)-এর প্রধান অর্থায়নকারী দেশগুলোর অন্যতম সুইডেন।