চবির ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, অভিযানে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অপহৃতদের উদ্ধারে চলছে বিশেষ অভিযান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অপহৃত পাঁচ শিক্ষার্থীর অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে। তাদের উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে পার্বত্য এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে।

অপহৃত শিক্ষার্থীরা হলেন—চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো।

অপহৃতদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবির কমিটির সদস্য। পিসিপি এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।

Nagad

এ বিষয়ে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, অপহরণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করি না।