মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাছির শেখ মিঠাখালী ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাড়ির পুকুরে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এটি বজ্রপাতজনিত স্বাভাবিক মৃত্যু। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। তাই এ ঘটনায় আইনি কোনো প্রক্রিয়া গ্রহণ করা হয়নি।