বায়ার্নকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইন্টার মিলান
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। দুই লেগের লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে সিমোনে ইনজাঘির দল।
প্রথম লেগে মিউনিখে ২-১ গোলের জয় নিয়ে ইতিমধ্যেই কিছুটা এগিয়ে ছিল ইন্টার। বুধবার রাতে সান সিরোতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও সমন্বিত ফলাফলে এগিয়ে থেকে সেমিফাইনালে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।


প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচের উত্তেজনা। ৫২ মিনিটে বায়ার্নের তারকা ফরোয়ার্ড হ্যারি কেন গোল করে লড়াইয়ে ফেরান দলকে। দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন দাঁড়ায় ২-২। কিন্তু ৬১ মিনিটে পাল্টা আঘাত হানে ইন্টার। লওতারো মার্টিনেজের পাস থেকে গোল করেন বেনজামিন পাভার্ড। এতে স্কোর হয় ৩-২।
৭৬ মিনিটে আবার সমতায় ফেরে বায়ার্ন। গোল করেন এরিক ডায়ার। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ম্যাচ ড্র হয় এবং ইন্টারই এগিয়ে যায় সেমিফাইনালে।
দুই লেগে মোট ৪-৩ ব্যবধানে জয় পেয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন আর মাত্র দুই ধাপ দূরে ইন্টার মিলান। সবশেষ ২০১০ সালে জোসে মরিনহোর কোচিংয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। এবার কি পুনরাবৃত্তি ঘটবে?