ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি, দায়িত্বে সাহেলা পারভীন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে পরিবর্তন আনল শিক্ষা মন্ত্রণালয়। সাহেলা পারভীন নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান-কে সংযুক্ত করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে অধ্যক্ষ বদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।