মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। তিনি বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এমনকি অনেক জায়গায় তারা বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কূটনীতিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছি। বলেছি, আমাদের তিনটি মূল দাবি—সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা ন্যূনতম নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। এসব পরিবর্তন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচন অংশগ্রহণের উপযুক্ত কি না, সেটাও আমাদের জন্য বিবেচ্য।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে অনেক জায়গায় চাঁদাবাজির অভিযোগ থাকলেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশ বাহিনী নিশ্চিত করতে হবে।