ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়বে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তারা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। পাশাপাশি সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতি তাদের সমর্থনের কথাও জানানো হয়েছে।

ফখরুল বলেন, আমরা বলেছি, যেসব বিষয়ে সব দলের ঐকমত্য হবে, সেগুলো নিয়ে একটি চার্টার করতে রাজি আছি। এরপর তা ভিত্তি করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। নির্বাচিত রাজনৈতিক দলগুলো সেই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব নেবে।

প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চান। তবে আমরা স্পষ্ট করে বলেছি, ডিসেম্বরই আমাদের ‘কাট-আউট টাইম’।

সাংবাদিকদের প্রশ্নে ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। কারণ, নির্দিষ্ট কোনো রোডম্যাপ বা ডেটলাইন তিনি দেননি। আমরা পরিষ্কারভাবে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

Nagad

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন: জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।