জনগণের দ্বারাই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে, তা নির্ভর করবে জনগণের কর্মকাণ্ডের ওপর।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্রিটিশ এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গও ওঠে। তবে এ বিষয়ে ট্যামি ব্রুস বলেন, বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভ, দোকান ও ব্র্যান্ডে হামলা এবং চরমপন্থার উত্থান নিয়েও আলোচনা হয়। জবাবে ট্যামি বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। এখানে কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি।
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্রও গুরুত্বপূর্ণ। জনগণের সিদ্ধান্তই বলে দেবে তারা কোন পথে যাবে। গত দুই দশকে আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কিভাবে জীবন ও দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, এখন অনেক দেশের সামনে একটি স্পষ্ট পথ রয়েছে—তারা কী বিকল্প বেছে নেবে, সেটাই দেখার বিষয়।