কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

খ্যাতিমান কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তার স্ত্রী পলা দেব জানান, কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন সৌমিত্র দেব। সকালে হঠাৎ অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন স্বনামধন্য কবি ও লেখক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টির বেশি। কবিতার জন্য ২০০৫ সালে তিনি বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক পান। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ। এছাড়া অভিনয়েও তিনি যুক্ত ছিলেন।

১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্ম সৌমিত্র দেবের। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সাংবাদিকতা শুরু করেন সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে। পরে দৈনিক মানবজমিন-এ সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। সবশেষ তিনি অনলাইন সংবাদমাধ্যম রেডটাইমস বিডি ডটকম-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Nagad