আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় এখন থেকে ‘পূর্ণ গতি’ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড (আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে)—এখন থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করে তা বাস্তবায়নে মনোনিবেশ করতে হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এলডিসি উত্তরণ বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে যেন কোনো খাত ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। বরং এ উত্তরণ যেন মধ্যম আয়ের দেশের সুবিধা আদায়ের পথে নতুন সম্ভাবনা তৈরি করে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সার্বক্ষণিক মনিটরিং জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদনশীল (ম্যানুফ্যাকচারিং) ও অর্থনৈতিক কেন্দ্র (ইকোনমিক হাব) হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার, পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ান হাসান চৌধুরী, মানবাধিকারকর্মী ও উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার ইকোনমিক অ্যাফেয়ার্স এর বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও এলডিসি বিশেষজ্ঞ কমিটির সদস্যরা।

সভায় এলডিসি উত্তরণের প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মসংস্থান পরিস্থিতি, প্রাইভেট সেক্টরের চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ স্টেকহোল্ডারদের রক্ষায় সম্ভাব্য উদ্যোগ নিয়ে বিশদ আলোচনা হয়।

Nagad

অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সরকারি ড. আনিসুজ্জামান চৌধুরী এক গবেষণা পেপার উপস্থাপন করেন।

সভায় সিদ্ধান্ত হয়, এলডিসি উত্তরণের সম্ভাব্য ক্ষতি এড়াতে আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত কৌশল নির্ধারণ করা হবে।