বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী ইয়াসিন হত্যা মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী আল-ইয়াসিন হত্যা মামলার ১ নম্বর আসামি শিক্ষক মো. রায়হান হাওলাদার (২৬)–কে গ্রেফতার করেছে র্যাব-পুলিশের যৌথ টিম। শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর শাহআলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (১৩ এপ্রিল) তাকে বানারীপাড়া থানা থেকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়।
প্রায় সাত মাস আগে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের শিকার আল-ইয়াসিন (১৪) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। সে বানারীপাড়ার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।


মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর দুপুরে মাদরাসা থেকে নিখোঁজ হয় ইয়াসিন। ওইদিন তার মাকে ফোনে বিষয়টি জানান মাদরাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়া। পরদিন আউয়ার এলাকার কবির মোল্লার স-মিল সংলগ্ন স্থান থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর এলাকায় শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। রহস্যজনকভাবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে স্থানীয় জনতা। মাদরাসার এক শিক্ষার্থীর বক্তব্যকে ঘিরে উঠে আসে নতুন নতুন তথ্য। এরপর এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
ইয়াসিনের মৃত্যুর ৯ দিন পর তার বড় ভাই আল-রুম্মান (২১) বাদী হয়ে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মাদরাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়া (৫৫), তার ছেলে সাইফুল্লাহ (২৪), শিক্ষক মো. রায়হান হাওলাদার (২৬), শিক্ষক আহমাদুল্লাহ আহম্মদ (২৫) এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হাওলাদার (৫৫)-কে।
গ্রেপ্তারকৃত রায়হানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনার মূল রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।