‘ভারত-পাকিস্তানসহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান সরকার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ—বিশেষ করে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। একই সঙ্গে ভুটান ও নেপালের সঙ্গেও সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় সরকার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক। আমরা দক্ষিণ এশিয়ার একটি পরিবার—এই ভাবনাতেই ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাই।
তিনি আরও জানান, সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। এর জন্য উত্তরবঙ্গে সম্ভাব্য স্থান চিহ্নিত করার কাজ চলছে। এ উদ্যোগও আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবেই বিবেচিত।
প্রেস সচিব জানান, শিগগিরই পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো প্রো-বাংলাদেশ’। আমরা কূটনীতিতে সবসময় বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ অক্ষুণ্ন রাখার নীতিতে অটল রয়েছি।