৫ বছর সরকারে থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কিছু বলেননি—এই কথা জনগণের। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই বলেছেন। এর বাইরে আমার কিছু বলার নেই।

চট্টগ্রামে বৈশাখী অনুষ্ঠানের আগেরদিন হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিসি হিল এলাকায় বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে।

ডিবি প্রধানের বদলি বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘলা আলম ইস্যুর কোনো সম্পর্ক নেই। এটি রুটিন প্রক্রিয়ার অংশ। কেউ দায়িত্বে আসবেন, কেউ বিদায় নেবেন—এটাই স্বাভাবিক।

পুলিশের লোগো পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের প্রক্রিয়া বাস্তবায়ন হবে।

পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।

Nagad

উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ বলছে—আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। রাস্তায় মানুষ আমাকে বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন। এই বক্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর আজকের ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করেন উপদেষ্টা।