টানা পাঁচ হারের পর জয়ের দেখা পেল ধোনির চেন্নাই
আইপিএলে শুরুটা জয়ে করলেও এরপর টানা পাঁচ ম্যাচে হার—জয়ে ফিরতেই ভুলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে সেই গেরো কাটিয়ে অবশেষে জয় পেলো মহেন্দ্র সিং ধোনির দল। লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে চেন্নাই।
মাঝারি লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা এনে দেন রাচিন রাভিন্দ্র ও শেখ রাশিদ। মাত্র ২৯ বলে গড়েন ৫২ রানের জুটি। রাশিদ ১৯ বলে ২৭ করে ফিরলে ভাঙে এ জুটি। রাভিন্দ্র করেন ২২ বলে ৩৭ রান।


এরপর দ্রুতই সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠি (৯) ও রবীন্দ্র জাদেজা (৭)। ১৩তম ওভারে ৯৬ রানে ৪ উইকেট হারায় চেন্নাই। বিজয় শঙ্কর ৯ রানে ফিরলে আরও চাপে পড়ে দলটি—১১১ রানে পড়ে পঞ্চম উইকেট।
এমন কঠিন সময়ে দলের হাল ধরেন শিভাম দুবে ও ধোনি। ২৮ বলে ৫৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুই ব্যাটার। ধোনি ১১ বলে ২৬ এবং দুবে ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান ৩ বল হাতে রেখে।
এর আগে ব্যাট করতে নেমে টস হারা লখনৌ শুরুতেই বিপদে পড়ে। এইডেন মার্করাম ৬ রান করে আউট হন, নিকোলাস পুরানও থিতু হতে পারেননি—৯ বলে ৮ রানে বিদায় নেন। পাওয়ার প্লে-তে ২ উইকেটে মাত্র ৪২ রান তোলে লখনৌ।
মিচেল মার্শ চেষ্টা করলেও তার ২৫ বলে ৩০ রানের ইনিংস ছিল ধীরগতির। আয়ুশ বাদানি করেন ১৭ বলে ২২। ১৩.৪ ওভারে লখনৌর স্কোর দাঁড়ায় ১০৫/৪।
সতর্ক ব্যাটিং করে অধিনায়ক রিশাভ পান্ত ৪২ বলে ফিফটি করেন এবং পরে হাত খোলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬৩ রান করে আউট হন পাথিরানার বলে। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। আবদুল সামাদ খেলেন ১১ বলে ২০ রানের কার্যকরী ইনিংস।
চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা নেন ২টি করে উইকেট।