কেটি পেরিসহ ৬ নারীর সফল মহাকাশ ভ্রমণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

মার্কিন পপতারকা কেটি পেরিসহ ছয়জন নারী সফলভাবে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিন উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে তাদের মহাকাশযান।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের ‘নিউ শেপার্ড’ নামের পুনঃব্যবহারযোগ্য স্বচালিত মহাকাশযানে করে তারা মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন। রকেটটি উৎক্ষেপণের ১০ মিনিট পর তারা সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন।

মহাকাশে পৌঁছানোর পর কেটি পেরিকে গান গাইতে শোনা যায়। মহাকাশযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন—জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মহাকাশে প্রায় তিন মিনিট ওজনহীন অবস্থায় ছিলেন তারা এবং ক্যাপসুলের জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। পরে তিনটি প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলটি নিরাপদে পৃথিবীতে ফিরে আসে।

রকেটটি সর্বোচ্চ ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং ‘কারমান লাইন’ অতিক্রম করে, যা মহাকাশের আন্তর্জাতিক সীমা হিসেবে স্বীকৃত। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), নাসা এবং সামরিক বাহিনী এই ভ্রমণকারীদের নভোচারী হিসেবে গণ্য করবে না, কারণ তাদের কাছে সেই স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতা নেই।

উল্লেখ্য, মহাকাশ পর্যটন শুরু করে রাশিয়ার মহাকাশ সংস্থা ২০০১ সালে। এরপর এলন মাস্কের স্পেসএক্স ব্যক্তিগত গ্রাহকদের জন্য বহুদিনের মহাকাশ সফরও শুরু করেছে। প্রতিষ্ঠানটির অন্যতম গ্রাহক ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান ইতোমধ্যে দুটি সফল যাত্রা সম্পন্ন করেছেন এবং বর্তমানে নাসার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন।

Nagad