নেতানিয়াহুকে ইসরায়েলের ‘শত্রু’ বললেন সাবেক সেনাপ্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

ফাইল ছবি

বিশ্বজুড়ে প্রতিবাদ চললেও গাজায় অব্যাহত হামলা ও অবরোধ জারি রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ইসরায়েলের শত্রু’ বলে মন্তব্য করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যান হালুৎজ বলেন, নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ শত্রুকে দমন বা বন্দি করা উচিত, তবে হত্যা নয়।

ড্যান হালুৎজের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি।

এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এহুদ বারাকসহ ১ হাজার ৫২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সরকারের কাছে চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, ১৫ মাসের সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে মার্চে সেই চুক্তি ভঙ্গ করে ফের হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ, যাদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

Nagad