ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো, মুগ্ধ লাখো দর্শক
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত হয়েছে দেশের সর্ববৃহৎ ও ব্যতিক্রমধর্মী ড্রোন শো। ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এই শোতে লাখো দর্শক উপভোগ করেন আন্দোলন, প্রতিবাদ ও মানবিক বার্তা সম্বলিত এক অনন্য প্রদর্শনী।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত এ ড্রোন শো-তে উঠে আসে— ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনার মতো বিষয়। পাশাপাশি উঠে আসে জুলাই আন্দোলন, গণ-অভ্যুত্থান ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে চলমান ছাত্র-জনতার প্রতীকী প্রতিবাদ।


চীনা দূতাবাসের সৌজন্যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই শোটি অনুষ্ঠিত হয়। শোতে বাংলাদেশ-চীন বন্ধুত্বের বার্তাও তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এই ড্রোন শো শুধু বিনোদন নয়; প্রযুক্তির মাধ্যমে তা তুলে ধরেছে সময়ের প্রতিবাদ, মানবিকতা ও ভবিষ্যতের আশার বার্তা।
ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল, গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’। পরিবেশনায় ছিল ‘এসো হে বৈশাখ’, ‘চলো নীরালায়’, ‘মানুষ কেন এরকম’, ‘জুলাই আন্দোলন’সহ জনপ্রিয় গান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা।