ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান সম্ভব: ফখরুল
আলোচনার মাধ্যমে ঐক্য গড়েই নির্বাচনের রোডম্যাপের সংকট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিদেশ থেকে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ফখরুল বলেন, “আমরা আশা করি বাংলা নববর্ষ ১৪৩২ গোটা জাতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় নতুন সম্ভাবনায় উদ্ভাসিত হবে। অতীতের সব জঞ্জাল ও ধুলোবালি সরিয়ে দিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে—এই আমাদের প্রত্যাশা।”
নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা সবসময় বলে আসছি—আলোচনার মাধ্যমে, ঐক্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হবো। ডিসেম্বর থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে কথা উঠছে, সেই সমস্যারও সমাধান হবে।”