বৈশাখ শুধু বাঙালির নয়, সকল জাতিগোষ্ঠীর প্রাণের উৎসব: উপদেষ্টা ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য ও মেলবন্ধনের বড় একটি ধাপ। এটি শুধু বাঙালিরই নয়, এদেশে বসবাসকারী চাকমা, মারমা, গারোসহ সকল জাতিগোষ্ঠীর প্রাণের উৎসব।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, এবার থেকে আমরা এ উৎসবকে জাতীয়ভাবে পালন শুরু করেছি।
গণমাধ্যমের প্রশ্নে—এবারের শোভাযাত্রা রাজনৈতিক কি না—উত্তরে তিনি বলেন, না, এটি রাজনৈতিক নয়। তবে বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এটিকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছে। এবার শোভাযাত্রায় ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফ ব্যবহার করা হয়েছে, যা ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে একটি প্রতীক। ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, বরং এটি একটি অশুভ শক্তি।
তিনি আরও বলেন, এ আয়োজন বাংলাদেশের আপামর জনতার মহামিলনমেলা, যেখানে মুঘল থেকে সুলতানি আমল পর্যন্ত সাংস্কৃতিক আবহের ছোঁয়া রয়েছে। এখানে সংকীর্ণ রাজনৈতিক মনোভাবের কোনো স্থান নেই।
শোভাযাত্রার নামকরণের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রথমে যশোরে এটি ছিল ‘বর্ষবরণ শোভাযাত্রা’। পরবর্তীতে ঢাকায় এসে ‘আনন্দ শোভাযাত্রা’ এবং এরপর ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেয়া হয়। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, শোভাযাত্রার যে নামে উৎপত্তি হয়েছিল, সেই পুরোনো নামেই ফিরে যাওয়া হবে।