সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

ভোজ্যতেল মিল মালিকদের সিদ্ধান্তে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাঁচ লিটার বোতলের নতুন দাম ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়ে হয়েছে ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল।