চলতি মাসের ১২ দিনে প্রবাসী আয় ১২,৮৩৮ কোটি টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৮৩৮ কোটি ৬ লাখ টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।

এদিকে, চলতি বছরের মার্চ মাসে দেশে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স।

উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

Nagad