পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক: প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

আসন্ন বাংলা নববর্ষকে ‘সম্প্রীতির অন্যতম প্রতীক’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নানা মত ও ধর্মের মানুষ মিলেই এই দেশের সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে উঠেছে। তাই আমরা সবাই এক পরিবারের সদস্য।”

রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আয়োজক ছিল বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে পহেলা বৈশাখ নিজেদের রীতি অনুযায়ী উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ উপলক্ষে আজকের এই আয়োজন আমাদের ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে শান্তি ও সাম্যের বাণী প্রচার করেছেন। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আশা প্রকাশ করেন, নতুন স্থাপিত ‘সম্প্রীতি ভবন’ দেশে-বিদেশে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেবে।

Nagad