সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আমরা হিংসা ও বিদ্বেষ চাই না। দেশের সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী যা যা করার, সব করতে প্রস্তুত।

রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, এই দেশ সকলের। সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করতে চাই। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সেনাবাহিনী সর্বাত্মক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

তিনি আরও বলেন, “আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমাবেশ ঘটেছে। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।”

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, আমি যৌবনের বড় একটা সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। মত-পথ ভিন্ন হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত।

Nagad