‘শোভাযাত্রায় মুখোশ পরা নিষেধ, শব্দদূষণকারী বাঁশি বাজানোও অননুমোদিত’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

পহেলা বৈশাখের শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একইসঙ্গে শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশি বাজানোও নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।

রোববার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বছর আরও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কোয়াড, পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারিও থাকবে।

নারী ও শিশুদের ভিড় এড়িয়ে সতর্কতার সঙ্গে ছায়ানটের অনুষ্ঠানে অংশগ্রহণের পরামর্শ দেন তিনি।

ঢাবির চারুকলা অনুষদের শোভাযাত্রার মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা খুব নিকটে পৌঁছে গেছি এবং আশা করছি, আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।

Nagad