মোংলায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলায় ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, ঘষিয়াখালি চ্যানেলের পাড়ে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা সম্ভব হয়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, “লাশটি অজ্ঞাত হওয়ায় এখনই কিছু বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”