সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

তবে, আটকাদেশের কারণ স্পষ্টভাবে উল্লেখ না করায় শুরু হয় বিতর্ক। প্রশ্ন উঠেছে—যদি কোনো অপরাধে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে সরাসরি মামলা না করে কেন বিশেষ ক্ষমতা আইনে প্রতিরোধমূলকভাবে আটক করা হলো? বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয় বিভিন্ন মহল।

রোববার এক সংবাদ সম্মেলনে আইন বিশ্লেষক আসিফ নজরুল বলেন, “মেঘনা আলমকে আটক করার প্রক্রিয়াটি ছিল আইনগত দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।”

এই পরিস্থিতির মধ্যেই ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে।

Nagad

ডিএমপির আদেশে বলা হয়েছে, “অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ডিবি প্রধানের দায়িত্ব নেন রেজাউল করিম মল্লিক। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ডিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।