নববর্ষে নিরাপত্তা নিয়ে র‍্যাবের আশ্বাস: ইভটিজিং ও অপপ্রচারে সতর্ক অবস্থান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি জানান, বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, উৎসবটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূল এলাকায় র‍্যাবের পক্ষ থেকে নববর্ষের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, উৎসব কেন্দ্রিক ইভটিজিং ঠেকাতে নেওয়া হয়েছে সতর্ক নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি, বৈশাখী উৎসব ঘিরে সাইবার দুনিয়ায় অপপ্রচারের আশঙ্কা থাকায় অনলাইনে নজরদারি বাড়ানো হয়েছে।

চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র‍্যাবের মহাপরিচালক।